ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোয়ালিফায়ারে নামার আগে শক্তি বাড়ালো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
কোয়ালিফায়ারে নামার আগে শক্তি বাড়ালো রংপুর রাইডার্স

সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামছে রংপুর রাইডার্স। যেখানে তাদের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের শক্তি বাড়িয়েছে রংপুর।  

দলটিতে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরান ও আফগান পেসার ফজলহক ফারুকি। পুরান এর আগের আসরেও রংপুরের হয়ে খেলেছেন তবে ফারুকি গতবার ছিলেন কুমিল্লার খেলোয়াড়। তাদের দুজনেরই আজ একাদশে থাকার সম্ভাবনা আছে।  

এবারের মৌসুমে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। ১২ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ জিতে তারা লিগ পর্ব শেষ করে শীর্ষে থেকে। আর দুইয়ে থাকা কুমিল্লার অর্জন ১৬ পয়েন্ট। শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে। যেখান থেকে জয়ী দল উঠে যাবে সরাসরি ফাইনালে।  

আর হেরে যাওয়া দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যে ম্যাচে প্রতিপক্ষ হবে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দেওয়া ফরচুন বরিশাল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।