ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবের নতুন ঠিকানা শেখ জামাল 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সাকিবের নতুন ঠিকানা শেখ জামাল 

গত আসরে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। এবার তার ঠিকানা বদলে গেছে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠ মাতাবেন তিনি। বুধবার দলবদলের প্রথম দিনে অনলাইনে নিজের দলবদল সেরেছেন সাকিব।  

সাকিবের সঙ্গে এবার শেখ জামালে যোগ দিয়েছেন ইয়াসির আলী রাব্বি, রিপন মণ্ডল ও টিপু সুলতানও। গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স, গাজী টায়ার্স, পারটেক্স, শাইনপুকুর ও সিটি ক্লাব প্রথম দিনের দলবদলে অংশ নিয়েছে।

প্রাইম ব্যাংকের হয়ে এবার খেলবেন সাব্বির রহমান, এনামুল হক ও সানজামুল ইসলাম। দলটিতে থেকে যাচ্ছেন বড় দুই তারকা তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সবমিলিয়ে পঞ্চাশের বেশি ক্রিকেটার আজ তাদের দলবদল সেরেছেন অনলাইনে।  

প্রতিবারের মতো এবারও শক্তিশালী দল গড়তে যাচ্ছে আবাহনী। পেসার শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের ঠিকানা দলটি, খেলবেন তরুণ পেসার নাহিদ রানাও। এছাড়া শেখ জামাল থেকে আবাহনীতে যাচ্ছেন তাওহীদ হৃদয়।  

প্রিমিয়ার লিগের দল বদলের বাকি আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার শেষদিনে করবে দলগুলো। এবার কোনো বিদেশি থাকছে না। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ঘরোয়া ক্রিকেটে মর্যাদার ডিপিএল।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।