ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্য হানড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ বাংলাদেশের ১৬ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
দ্য হানড্রেডের ড্রাফটে সাকিব-তামিমসহ বাংলাদেশের ১৬ ক্রিকেটার

১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডের (পুরুষ) ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ১৫ ক্রিকেটার। ২০ মার্চ অনুষ্ঠিতব্য ড্রাফটের জন্য আজ ৩৮৯ জন বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্টটির তৃতীয় আসর।

সর্বোচ্চ মূল্যের প্রথম দুটি তালিকায় (ন্যূনতম ১ লাখ ২৫ হাজার ও ১ লাখ পাউন্ড) অবশ্য নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। তবে তৃতীয় সর্বোচ্চ মূল্যের (৭৫ হাজার পাউন্ড) তালিকায় আছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল ও লিটন দাস আছেন ন্যূনতম ৬০ হাজার পাউন্ডের তালিকায়। ৫০ হাজার পাউন্ডে আছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ড্রাফট থেকে বাছাই করার পর দল চাইলে তাদের অর্থ বাড়াতে পারে।

এছাড়া নাসুম আহমেদ, জাকের আলী, তানজিদ হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, তাওহীদ হৃদয়, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার- নিজেদের কোনো সর্বনিম্ন মূল্য উল্লেখ করেননি।

এদিকে মেয়েদের হানড্রেডের ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন জাহানারা আলম। তিনিও তার ন্যূনতম মূল্য নির্ধারণ করেননি।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এএইচএস      
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।