জিসান আলম ও মোহাম্মদ হারিসের ভালো শুরুর পর মিডল অর্ডারে দারুণ ইনিংস খেলেন ইয়াসির আলী ও রায়ান বার্ল। শেষদিকে আকবর আলীর ক্যামিওতে খুলনা টাইগার্সের বিপক্ষে ভালো সংগ্রহ পেয়েছে দুর্বার রাজশাহী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চদশ ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠায় খুলনা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে আনামুল হক বিজয়ের দল।
শুরুটা ভালো করে দুর্বার রাজশাহী। উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৪ রান যোগ করেন মোহাম্মাদ হারিস ও জিসান আলম। ষষ্ঠ ওভারে নাসুম আহমেদের বলে হারিস বোল্ড হলে ভাঙে জুটিটি। ২০ বলে ২৭ রান করে ফেরেন রাজশাহী ওপেনার। তিনে নেমে ৭ রান করে উইকেট হারান আনামুল হক বিজয়। কিছুক্ষণ পর ২২ বলে ২৩ রান করে ফেরেন জিসান আলমও।
পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়েন ইয়াসির আলী ও রায়ান বার্ল। ৫১ বলে তারা যোগ করেন ৮৮ রান। ঝড়ো ব্যাট করতে থাকা ইয়াসিরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আবু হায়দার রনি। ২৫ বলে ৪১ রান করে ফেরেন ইয়াসির। তবে লড়াই চালাতে থাকেন বার্ল। যদিও ফিফটি তুলে নিতে পারেননি তিনি। তবে ২৯ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। অপরদিকে ক্যামিও ইনিংস খেলেন আকবর আলী। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
খুলনা টাইগার্সের পক্ষে ৩ ওভারে ২০ রান খরচায় দুটি উইকেট নেন নাসুম আহমেদ। একটি করে উইকেট পান মোহাম্মদ নওয়াজ, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
আরইউ