ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জ্যোতির ব্যাগ ছিনতাই হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
জ্যোতির ব্যাগ ছিনতাই হয়েছে

জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাগ ছিনতাই হয়েছে। অবশ্য তিনি নিজে নিরাপদেই আছেন।

ঘটনার সময় উপস্থিতও ছিলেন না তিনি।  

মূলত জ্যোতির ব্যাগ নিয়ে আসছিলেন সতীর্থ ফারজানা হক পিংকির স্বামী মাহবুব রাকিব। শেরপুর থেকে ওই ব্যাগ এনে কেয়ারটেকারের অপেক্ষায় ছিলেন তিনি। এমন সময় তিন-চার জন অস্ত্রধারী এসে তার কাছ থেকে জ্যোতির ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। সেই ব্যাগে কিছু ক্রিকেট খেলার সরঞ্জাম এবং মূল্যবান সামগ্রী ছিল।

 জানা গেছে, ঘটনাটি ঘটেছে এখন থেকে সপ্তাহখানেক আগে। এ নিয়ে জ্যোতি ও মাহবুব রাকিব দুজনেই মামলা করেছেন। রাকিবের দুটি আইফোন ছিনতাই হয়েছে বলে জানা গেছে। সপ্তাহ পেরিয়ে গেলেও অবশ্য এখনও কোনো সমাধান পাননি জ্যোতি। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে জ্যোতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলেতে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশে আসছে। এই সিরিজ ঘিরেই এখনকার প্রস্তুতি নিচ্ছেন জ্যোতিরা। ২১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।