ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কুলদিপ-অশ্বিনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
কুলদিপ-অশ্বিনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ইংল্যান্ড

সিরিজ হার নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে জয়ের আশাই করছে ইংল্যান্ড। কিন্তু তাদের সেই আশার গুঁড়ে বালি ছিটিয়ে দিয়েছেন দুই ভারতীয় স্পিনার কুলদিপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।

দুজন মিলেই শিকার করেছেন ৯ উইকেট। পরে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে স্বাগতিকরা।  

ধর্মশালায় আজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে টস জিতে প্রথম ইনিংসে মাত্র ২১৮ রান সংগ্রহ করতে পেরেছে ইংলিশরা। এর মধ্যে শেষ ৮ উইকেট তারা হারিয়েছে মাত্র ৮১ রানে। সবগুলো উইকেট গেছে স্পিনারদের ঝুলিতে। সফরকারীদের মধ্যে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেছেন ওপেনার জ্যাক ক্রাউলি।  

তবে কুলদিপের জাদুকরী এক ডেলিভারিতে ক্রাউলির বিদায়ের পরেই আসল বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। এরপর স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই মাত্র ১৩ বলের মধ্যে একে একে বিদায় নেন ১০০তম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো, দারুণ ফর্মে থাকা জো রুট এবং ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।  

ইংল্যান্ডের ১০টি উইকেট-ই নিয়েছেন ভারতের স্পিনাররা। এর মধ্যে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন কুলদিপ যাদব। অন্যদিকে ৫১ রানে ৪ উইকেট নিয়ে নিজের ১০০তম টেস্ট স্মরণীয় করে রাখেন অশ্বিন। বাকি উইকেট রবীন্দ্র জাদেজার।

জবাবে বল হাতে ইংলিশদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা শুরুতেই কেড়ে নেয় ভারত। যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা মিলে উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ১০৪ রান। ব্যক্তিগত ৫৭ রানে ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশিরের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন যশস্বী। তবে ৫২ রানে অপরাজিত থাকেন রোহিত। ভারত দিন শেষ করে ১ উইকেট ১৩৫ রান; এখনও ৮৩ রানে পিছিয়ে আছে তারা।

সংক্ষিপ্ত স্কোর:

পঞ্চম টেস্ট, ধর্মশালা (প্রথম দিন)
ইংল্যান্ড ২১৮: ক্রাউলি ৭৯; কুলদিপ ৭২/৫, অশ্বিন ৫১/৪
ভারত ১৩৫/১: যশস্বী ৫৭, রোহিত ৫২*
ভারত ৮৩ রানে পিছিয়ে

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।