ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা ‘ভালো দল’, তবুও ইতিহাস গড়ার আশা হাথুরুসিংহের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
শ্রীলঙ্কা ‘ভালো দল’, তবুও ইতিহাস গড়ার আশা হাথুরুসিংহের

প্রথম ম্যাচে জাকের আলি অনিক নায়ক হতে হতেও পারেননি। দুইশ ছাড়ানো রান তাড়ায় বাংলাদেশকে হারতে হয় ৩ রানে।

তবে দ্বিতীয় ম্যাচ ঠিকই জিতে নিয়েছে স্বাগতিকরা। এখন হাতছানি দিয়ে ডাকছে ইতিহাস।

শ্রীলঙ্কার বিপক্ষে এখন অবধি ১৫ টি-টোয়েন্টি খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ। কিন্তু কখনোই জেতা হয়নি সিরিজ। সবশেষ ২০১৭ সালের দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে কোনো জয় পায়নি বাংলাদেশ। এর আগের বছর তিন ম্যাচের একটিতে জেতে।

তবে এবার সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে, চেনা পরিবেশ, দলও রয়েছে দারুণ ছন্দে। শনিবার দুপুর তিনটায় বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। তৃতীয় টি-টোয়েন্টি দিয়েই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।  

এ নিয়ে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘হ্যাঁ, আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। হাসারাঙ্গাও খেলবে কাল। আমরা সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাই। দিনের বেলা খেলা, তাই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা গেমপ্ল্যান বাস্তবায়ন করতে পারলে সিরিজ জিততে পারব। তবে শ্রীলঙ্কা অনেক ভালো দল। ’

‘গত ম্যাচ ছিল পারফেক্ট গেম। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই গেম প্ল্যান এক্সিকিউট করতে পেরেছি। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো প্রথম ম্যাচের হার থেকে আমরা কতটা শিখলাম। প্রথম ম্যাচে দুই দলের ক্ষেত্রেই শিশির প্রভাব ফেলেছে। সেখান থেকে বোলাররা শিখতে পেরেছে এমন পিচে শিশির থাকাকালে কীভাবে বল করতে হবে। গত ম্যাচে ব্যাটাররা যেভাবে পাওয়ারপ্লে কাজে লাগিয়েছে, এটা দেখা অনেক স্বস্তির। ’

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।