ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ডিপিএলে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
ডিপিএলে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ছবি: প্রাইম ব্যাংকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। রোববার আনুষ্ঠানিকভাবে তারা এ কথা জানায়।

গত আসরেও প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলেন তামিম।

কিছুদিন আগেই তামিমের নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ৪৯২ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।  

বিপিএল ফাইনালের পরই লন্ডন চলে যান তামিম। ওখান থেকে ফিরে ইতোমধ্যেই মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে প্রাইম ব্যাংকের হয়ে অনুশীলনও শুরু করেছেন তামিম। আগামী ১১ মার্চ ফতুল্লায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে তার দল।

লিস্ট 'এ' ক্রিকেটে এখন পর্যন্ত ৩০০ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ওপেনার। ২২ সেঞ্চুরি ও ৬৬ হাফ-সেঞ্চুরিতে প্রথম শ্রেণির এই ক্রিকেটে ১০ হাজার ৮২৯ রান করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।