ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মোস্তাফিজ

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে হারের পর এবার ওয়ানডে দিয়ে ছন্দে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে মাঠে নামছে তারা।

তবে দলটির একাদশে নেই অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস।  

বাংলাদেশ একাদশ সাজিয়েছে মোস্তাফিজকে ছাড়াই। তার জায়গায় খেলছেন আরেক পেসার তানজিদ হাসান সাকিব।  ম্যাচের আগে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও একাদশে আছেন তিনি।  এ ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ওয়ানডেতে ফিরেছেন তাসকিন আহমেদ।

তবে জায়গা হারিয়েছেন এনামুল হক বিজয়। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে থাকলেও আজ একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টি-টোয়েন্টি দলে না থাকা মেহেদী হাসান মিরাজও ফিরেছেন এই ম্যাচ দিয়ে।

বাংলাদেশ (একাদশ): লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।

শ্রীলঙ্কা (একাদশ): পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।