ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তানজিমের তৃতীয় আঘাত, চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
তানজিমের তৃতীয় আঘাত, চাপে শ্রীলঙ্কা

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে শ্রীলঙ্কা। সপ্তম ওভারে পঞ্চাশ রানের জুটি গড়েন উদ্বোধনী দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা।

ভয়ঙ্কর হতে থাকা এই জুটির দুজনকেই ফেরান তানজিম হাসান সাকিব। খানিক পর সামারাবিক্রমার উইকেটও তুলে নেন তিনি।

উদ্বোধনী জুটিতে ৫৯ বলে ৭১ রান যোগ করার পর দশম ওভারে এসে এই জুটি ভাঙেন তানজিম। তার বল আবিস্কার ব্যাটে লেগে তালুবন্দি হয় মুশফিকুর রহিমের। ৩৩ বলে ৩৩ রান করে ফেরেন লঙ্কান ওপেনার। নিজের পরের ওভারেই নিশাঙ্কাকে ফেরান তানজিম। ভুল টাইমিংয়ে লেগে খেলতে গিয়ে সৌম্য সরকারের তালুবন্দি হন নিশাঙ্কা। ফেরেন ২৮ বলে ৩৬ রান করে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান।  

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।