ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
‘আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে’

জাতীয় দলে একরকম প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল লিটন দাসের নাম। কিন্তু এখন তিনি বাদ পড়েছেন ওয়ানডে দল থেকে।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তার বদলে নেওয়া হয়েছে জাকের আলী অনিককে। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এই পরিণতি তার।  

তার বাদ পড়া নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন সতীর্থ মেহেদী হাসান মিরাজ। তার বিশ্বাস, আবারও ফিরে আসবেন লিটন। একই সঙ্গে বার্তাটাও পরিষ্কার এই অলরাউন্ডারের কাছে, খারাপ পারফর্ম করলে বাদ পড়তে হতে পারে তাকেও। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে সামনে রেখে লিটনের বাদ পড়া নিয়ে কথা বলেন মিরাজ।

তিনি বলেন, ‘লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন। তার অনেক ইনিংস আছে যেটা স্মরণীয়। আমি মনে করি উনি বাদ পড়েছেন ওইরকম কিছু না, আবার ফিরে আসতে পারবেন- এটা আমি মনে করি। উনার মধ্যে সেই সম্ভাবনা আছে। আমরা জানি উনি কেমন খেলোয়াড়। উনি যে বাদ পড়েছে, এই রকম কিছু না। একটু হয়তো অফ-ফর্মে আছে। আবার খুব দ্রুত বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি। ’

‘জাতীয় দলে কিন্তু পারফরম্যান্স করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে প্রতিষ্ঠিত হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশকে। তারপরও সবার আপ-ডাউনস থাকে।  আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেক খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে। ’

গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল তৈরি করা হয়েছে। তারাই লিটনকে ‘বাদ’ দিয়েছেন। নির্বাচক প্যানেলের ভাবনা জানা না থাকলেও মিরাজ বলছেন, পারফর্ম করেই টিকে থাকতে হবে সবাইকে।  

তিনি বলেন, ‘প্রত্যেকটা সিলেকশন প্যানেলের আলাদা আলাদা দর্শন থাকে। তাদের চিন্তা-ভাবনা একেক রকম থাকে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। তাদের চিন্তা কি ছিল, তাদের সঙ্গে আমার ওইরকম কথা হয়নি। এটা টিম ম্যানেজমেন্ট, কোচ কিংবা অধিনায়ক ভালো বলতে পারবেন। একেক জনের একেক রকম চিন্তা-ভাবনা থাকে। ’

‘প্রত্যেকে প্লেয়ারকেই পারফর্ম করতে হবে, এর আগেও বলেছি, এখনো বলছি। পারফর্ম না করলে, আমার মনে হয়, শুধু জাতীয় দল নয়, দুনিয়ার কোথাও খেলতে পারবেন। পারফর্ম করেই আপনাকে খেলেতে হবে প্রত্যেকটা জায়গাতে। আমার কাছে মনে হয়, যে প্রত্যেক খেলোয়াড়ের আরও বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরম্যান্সের ক্ষেত্রে এবং কোন জায়গায় উন্নতি করলে ভালো হবে, সেই জায়গায় কাজ করা উচিত। ’

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।