ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্ট সিরিজ খেলা হচ্ছে না মুশফিকের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
টেস্ট সিরিজ খেলা হচ্ছে না মুশফিকের

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম। কিন্তু একদিন না যেতেই দুঃসংবাদ।

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই ডানহাতি অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

গতকাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান মুশি। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। এ সময় ফিজিওর তত্ত্বাবধানে মাঠে সেবা-শুশ্রূষাও করা হয় তাঁর। সেই চোট নিয়ে পরে কিপিং এবং ব্যাট করে দলের জয়ে ভূমিকা রাখেন মুশফিক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, স্ক্যানে চিড় ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক।  

মুশফিকের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।