ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সকালে আরও কয়েকটি উইকেট তুলে নেওয়ার আশা শ্রীলঙ্কার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
সকালে আরও কয়েকটি উইকেট তুলে নেওয়ার আশা শ্রীলঙ্কার

সকালের পুরোটাই ছিল বাংলাদেশের। ৫ উইকেট ফেলে শ্রীলঙ্কাকে পুরো চাপেই ফেলে দেওয়া গিয়েছিল।

কিন্তু এরপরই প্রতিরোধ গড়েন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। এ দুজনের বড় জুটিতে ম্যাচে ফিরে আসে শ্রীলঙ্কা।  

দুই ব্যাটারই সেঞ্চুরি তুলে নেন। ২৪৫ বলে তারা গড়েন ২০২ রানের জুটি। শ্রীলঙ্কাও তাতে পায় ২৮০ রানের সংগ্রহ। পরে নিজেদের প্রথম ইনিংসে মাঠে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। প্রথম দিনশেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩২ রান। দ্বিতীয় দিন সকালে আরও চাপে ফেলার আশা লঙ্কানদের। নিজেদেরকে এগিয়েও রাখছেন তারা।

দলটির প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা কামিন্দু মেন্ডিস বলেন, ‘হ্যাঁ আমি মনে করি আমরা এগিয়ে আছি। যদি আমরা ১-২টি উইকেট কাল সকালে নিয়ে নিতে পারি তাহলে আমরা আরও ভালো অবস্থানে থাকব। ’

‘এটা পেসারদের জন্য ভালো উইকেট। তারা ৫ উইকেট নিয়ে ফেলেছে শুরুতেই। পরে তারা ব্যাটিংয়ে নেমেও ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছে। ফলে আমি মনে করি এটা পেসারদের জন্য ভালো উইকেট। যদি আমরা সকালে আরও কয়েকটি উইকেট তুলে নিতে পারি তাহলে আরও এগিয়ে যেতে পারবো আমরা। ’ 

৫ উইকেট চলে যাওয়ার পর বেশ চাপেই ছিল শ্রীলঙ্কা। সেটি সামলে কীভাবে ধনঞ্জয়ার সঙ্গে এত বড় জুটি গড়লেন কামিন্দু? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, উইকেটে সেট হওয়ার প্রাথমিক লক্ষ্য ছিল তাদের।  

মেন্ডিস বলেন, ‘মাঝে মাঝে টেস্ট ক্রিকেটে আপনি ৫০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলতে পারেন। তাদের পেসাররা বেশ ভালো বোলিং করেছে, ভালো জায়গায় বোলিং করেছে। উইকেটও তাদের সাহায্য করেছে, সাথে কন্ডিশনও। আমাদের লক্ষ্য ছিল উইকেটে সেট হওয়া এরপর ইনিংস লম্বা করা। আমরা সেট হয়ে পরে তা চালিয়ে যেতে পেরেছি। ’
 
‘তারা অনেক শর্ট বল করছিল। বাউন্ডারিও এত বড় ছিল না। ফলে সেসব বলে চার-ছক্কা মারার সুযোগ ছিল। তাদের পেসাররা ভালো বল করেছে। তবে মাঝেমধ্যে কিছু বাজে বলও করেছে। আমরা চেষ্টা করেছিলাম ইতিবাচক থাকতে এবং সেগুলো কাজে লাগাতে। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।