ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৬ বছরের আফগান স্পিনারকে দলে ভেড়াল কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
১৬ বছরের আফগান স্পিনারকে দলে ভেড়াল কলকাতা

ডান হাতের ইনজুরিতে ভুগছেন কলকাতা নাইট রাইডার্সের আফগান স্পিনার মুজিব উর রহমান। চলতি আসরে তাকে আর পাওয়া হচ্ছে না।

তার বদলে দলে ভেড়ানো হয়েছে আরেক আফগান স্পিনার আল্লাহ গাজানফারকে।  

১৬ বছর বয়সী এই স্পিনার খেলেছেন মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় গাজানফারের। সিরিজে দুই ম্যাচে থাকলেও পাননি কোনো উইকেট। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও জায়গা হয়নি তার।

তবে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গাজানফার। ১৬.৭৫ গড়ে নিয়েছিলেন ৮ উইকেট। এখন পর্যন্ত ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ টি-টোয়েন্টিতে তার উইকেট ৫টি। এর ৪টিই পান তিনি এক ম্যাচে।  

গতকাল এক বিবৃতিতে গাজানফারকে দলে ভেড়ানোর খবর জানায় কলকাতা। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই দলে ভেড়ানো হয়েছে আফগান এই স্পিনারকে।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।