ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

যে কারণে বুমরাহর মুখোমুখি হতে চান না সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
যে কারণে বুমরাহর মুখোমুখি হতে চান না সূর্যকুমার

সূর্যকুমার যাদব ও জাসপ্রিত বুমরাহ; আইপিএলে দুজনই খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। জাতীয় দলেও সতীর্থ তারা।

মাঠে একে অন্যের মুখোমুখি না হলেও তাই নেটে অনুশীলনের সময় দুজনের মুখোমুখি হওয়াই স্বাভাবিক।  

কিন্তু বুমরাহর মুখোমুখি হতে ভয় পান সূর্য। কারণ বুমরাহর ভয়ানক ইয়র্কার। নতুন ও পুরনো দুই বলেই দুর্দান্ত সব ইয়র্কার দিতে পারেন তিনি। সেই সঙ্গে আছে দারুণ গতি। যা তাকে রীতিমতো অপ্রতিরোধ্য করে তুলেছে। এ কারণে বুমরাহর মুখোমুখি হতে চান না সূর্যকুমার।

আইপিএলে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জয়ের পথে ১৯ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যকুমার। তার আগে বল হাতে ২১ রানে ৫ উইকেট নেন বুমরাহ। এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে এবারের আইপিএলে ফিরেছেন সূর্যকুমার।  

ম্যাচ শেষে বুমরাহকে নিয়ে এক প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেন, ‘বুমরাহকে দলে পাওয়া সব সময়ই দারুণ। তবে গত দুই-তিন বছরে নেটে কখনোই আমি তার বোলিং খেলিনি, কারণ সে হয় আমার ব্যাট ভেঙে ফেলে, নয়তো পা। ’

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।