ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আচরণবিধি ভেঙে জরিমানা গুনতে হচ্ছে ডেভিড ও পোলার্ডকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
আচরণবিধি ভেঙে জরিমানা গুনতে হচ্ছে ডেভিড ও পোলার্ডকে

আইপিএলের ৩৩তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমে ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি টিম ডেভিড। দল জিতলেও তাকে শুনতে হয়েছে দুঃসংবাদ।

আচরণবিধি ভেঙে শাস্তি পাচ্ছেন এই ক্রিকেটার। সঙ্গে দলের ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকেও দেওয়া হয়েছে শাস্তি।

এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে লড়াইয়ে আইপিএলের আচরণবিধি ভেঙেছেন মুম্বাইয় ইন্ডিয়ান্সের দুই সদস্য। যে কারণে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। যদিও ক্রিকেটের চেতনা পরিপন্থী কোন কাজটি করতেছেন তারা তা এখনও জানা যায়নি।  

নিজেদের অপরাধ শিকার করেছেন ডেভিড ও পোলার্ড দুইজনই। ম্যাচ রেফারি সাঞ্জায় ভার্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তারা।  

ম্যাচটিতে ৯ রানে পাঞ্জাবকে হারায় মুম্বাই। এই পর্যন্ত ৭ ম্যাচ খেলে তিন জয় ও চার হারে পয়েন্ট টেবিলের সাতে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে আগামী সোমবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা।  

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।