ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে থাকবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
জিম্বাবুয়ে সিরিজের শুরুতে থাকবেন না সাকিব ফাইল ছবি

ইদের বিরতি শেষে সপ্তাহখানেক আগেই ফের মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে ছুটি কাটাতে এখনো যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান।

চলতি মাসের শেষ দিকে দেশে ফেরার কথা রয়েছে তার। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুতে পাওয়া যাবে না তাকে। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সিরিজের জন্য আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। যার জন্য ১৭ ক্রিকেটারের নাম ঘোষণা করলেও রাখা হয়নি সাকিবকে। দেশে ফিরে আগে শেখ জামালের হয়ে ডিপিএলের সুপার লিগ খেলবেন এই অলরাউন্ডার।

সাংবাদিকদের আজ লিপু বলেন, ‘সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এই মাসের শেষ নাগাদ বাংলাদেশে আসবেন। এরপর একটা সম্ভাবনা আছে, প্রিমিয়ার লিগে তার এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। ’ 

‘তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। এরপর অবশ্যই আমরা চাইব, যেহেতু ৫টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না। ’

তবে সাকিব কয় ম্যাচে থাকবেন না, সেটা নির্দিষ্ট করে বলেননি লিপু, ‘আমরা ২৮ তারিখ দল দেব, তখন আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন তাকে কয় ম্যাচের জন্য পাওয়া যাবে। ’

প্রথম ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা আছে মোস্তাফিজুর রহমানেরও। আইপিএল খেলতে ব্যস্ত থাকা বাঁহাতি এই পেসার দেশে ফিরবেন ২ মে। পরদিনই চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ।

লিপু বলেন, ‘আমার ধারণা মোস্তাফিজ প্রথম ম্যাচে অ্যাভেইলেবল থাকবেন না। কারণ তিনি আসবেন, উনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তারপর তার সঙ্গে কথোপকথন হবে। এরপর আমরা বুঝে নেব। আমার ধারণা, প্রথম ম্যাচে হয়তো অ্যাভেইলেবল থাকবেন না। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।