ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সবার শেষে থেকেও প্লে অফ খেলার বিশ্বাস হারায়নি বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, মে ৪, ২০২৪
সবার শেষে থেকেও প্লে অফ খেলার বিশ্বাস হারায়নি বেঙ্গালুরু

টুর্নামেন্টের প্রথম ৮ ম্যাচে কেবল একটিতে জয় পেয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর তাদের এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) টিকে থাকার সম্ভাবনা হয়ে গিয়েছিল বেশ ক্ষীণ।

তবে টানা দুই জয়ে আবারও আশা ফিরে পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।  

সানরাইজার্স হায়দারাবাদ ও গুজরাট টাইটান্সকে হারানোর পরও অবশ্য পয়েন্ট টেবিলে সবার নিচেই অবস্থান বেঙ্গালুরুর। ১০ ম্যাচে তাদের জয় কেবল তিনটি। তবে শনিবার গুজরাটকে হারাতে পারলে ওই অবস্থা থেকে উপরে চলে আসবে তারা।

প্লে অফ খেলতে এখন সবগুলো ম্যাচেই জিততে হবে বেঙ্গালুরুকে। তবে এখনও যে আশাটুকু টিকে আছে, এতেই খুশি ফ্র্যাঞ্চাইজিটির কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলছেন, এখনও প্লে অফ খেলার বিশ্বাস হারায়নি তারা। নিজের বোলারদের নিয়ে সন্তুষ্টির কথাও শুনিয়েছেন ফেসবুক পেজে দেওয়া ভিডিওতে।

তিনি বলেন, ‘আমাদের প্লে অফের আশা এখনও বেঁচে আছে। আর এটা দারুণ একটা অবস্থা। এটা তো অবশ্যই যে আমরা এখনকার চেয়ে প্লে অফের আরও কাছাকাছি থাকাটা পছন্দ করতাম। কিন্তু আশা ও সুযোগ এখনও আছে। আমরা এখনও বিশ্বাস করি। ’

‘আমাদের ব্যাটাররা নিশ্চিতভাবেই উইকেটে গিয়ে ব্যাট করার জন্য মুখিয়ে আছে। আমি যেটা খেয়াল করেছি, আমাদের পেসাররাও খুবই আক্রমণাত্মক হয়ে উঠেছে। আমি সেটা আরও একবার দেখতে চাই। ’

শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে ২০০ রান তাড়া করে জিতেছে বেঙ্গালুরু। তবুও তাদের জন্য কাজটা বেশ কঠিন। এখন পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। প্লে অফ খেলতে হলে কেবল নিজেরা জিতলেই হবে না, অন্যের হারের আশায়ও থাকতে হবে বেঙ্গালুরুকে।

বাংলাদেশ সময় : ১৮৪৫ ঘণ্টা, ৪ মে, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।