ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

সূর্যের বিধ্বংসী সেঞ্চুরিতে উড়ে গেল হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, মে ৭, ২০২৪
সূর্যের বিধ্বংসী সেঞ্চুরিতে উড়ে গেল হায়দরাবাদ

টানা চার হারে খাদের কিনারায় পড়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স।  সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে খেলা গাণিতিকভাবে সম্ভব হলেও তা নিয়ে আশায় থাকার লোকের সংখ্যা খুবই কম বলা যায়।

তবু চেষ্টা চালিয়ে যেতে দোষ কি! সূর্যকুমার যাদব সেটাই করে দেখালেন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তার বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে আইপিএলে জয়ে ফিরেছে মুম্বাই। ঘরের মাঠে হায়দরাবাদকে ৭ উইকেটের ব্যবধানে হারায় তারা।

শুরুটা ভালো হলেও ৮ উইকেটে কেবল ১৭৩ রানের পুঁজি দাঁড় করায় হায়দরাবাদ। তাড়া করতে নেমে ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। প্রথম তিন ব্যাটারের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক।  হায়দরাবাদের বোলারদের কিছুক্ষণ সমীহ করার পর তিলক ভার্মাকে নিয়ে তাণ্ডব শুরু করেন সূর্য। ১৮তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিতের পাশাপাশি সেঞ্চুরির স্বাদও পান ডানহাতি এই ব্যাটার।   ৫১ বলে ১২ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১০২ রানে নিজের ইনিংসটি সাজান তিনি। অবিচ্ছিন্ন ১৪৩ রানের জুটিতে তাকে দারুণ সঙ্গ দেওয়া তিলক অপরাজিত ছিলেন ৩৭ রানে।  

সূর্য যেখানে একাই ১৮টি বাউন্ডারি মেরেছেন সেখানে হায়দরাবাদের সম্মিলিত বাউন্ডারির সংখ্যাই ছিল ১৮টি। টস হেরে ব্যাট করতে নেমে ৫৬ রানের উদ্বোধনী জুটি পায় তারা। তা ভাঙে জাসপ্রিত বুমরাহর বলে অভিষেক শর্মা ১১ রানে ফিরলে। এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে। দারুণ শুরু পেলেও ফিফটি না ছুঁয়ে সাজঘরে ফিরতে হয় ট্রাভিস হেডকে। ৩০ বলে ৪৮ রানে ফেরেন তিনি। দেড়শ পেরোনোও যখন মুশকিল হচ্ছিল তখন ব্যাট হাতে দাঁড়িয়ে যান কামিন্স। তার ১৭ বলে ২ ছক্কা ও ২ চারে অপরাজিত ৩৫ রানের ক্যামিও ইনিংসে কিছুটা লড়াই করার মতো সংগ্রহ পায় হায়দরাবাদ। মুম্বাইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন পিযুষ চাওলা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এছাড়া বুমরাহ ও আনশুলের শিকার একটি করে উইকেট। বোলারদের দারুণ পারফরম্যান্সকে পরে বৃথা যাওয়ার কোনো সুযোগই দেননি সূর্য।

এই জয়ে ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে একদম তলানি থেকে এক ধাপ উপরে উঠেছে মুম্বাই। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে আছে হায়দরাবাদ।

বাংলাদেশ সময়ঃ ০০৩১ ঘণ্টা, মে ৭, ২০২৪

এএইচএস 

      

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।