ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুন ৩, ২০২৪
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টিতে সময়টা ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। সবশেষ ১১ ম্যাচের  ৯টিতেই হেরেছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হয়েছে ধবলধোলাই। চোকার্স খ্যাত দলটি আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। অন্যদিকে লঙ্কানরা টানা তিন সিরিজ জিতলেও খুব একটা ছন্দে আছে তা বলা যায় না। তাদের বিপক্ষে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই নেমেছিল বাংলাদেশ ও আফগানিস্তান। বাকি সিরিজটি জিতেছে বিশ্বকাপ না খেলা জিম্বাবুয়ের বিপক্ষে।   

তবে আত্মবিশ্বাসের দিক থেকে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটা এগিয়েই আছে শ্রীলঙ্কা।  নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রোটিয়াদের হয়ে আজ বিশ্বকাপ অভিষেক হচ্ছে ওটনিল বার্টম্যানের। অন্যদিকে চার বোলার ও দুই অলরাউন্ডারকে নিয়ে একাদশ সাজিয়েছে লঙ্কানরা।

শ্রীলঙ্কা একাদশ:পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, ওটনিল বার্টম্যান।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুন ৩, ২০২৪

এএইচএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।