শুরুটা তেমন মন্দ হয়নি সিলেট স্ট্রাইকার্সের। কিন্তু এরপর ১৩ রানে ৬ উইকেট হারিয়ে তারা পড়ে যায় বিপদে।
বিপিএলের ম্যাচে মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ১২৫ রানে অলআউট হয়ে গেছে সিলেট স্ট্রাইকার্স।
শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই রনি তালুকদার আউট হয়ে যান। এরপর প্রথম ওভার সিলেট দেয় মেডেন। এ ম্যাচে প্রথমবারের মতো নামা রাকিম কর্নওয়েল ভালো শুরুর ইঙ্গিত দিয়েও শেষ করতে পারেননি। ১২ বলে ৪ চারে ১৮ রান করে শাহীন শাহের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
এরপর জাকির হাসানের সঙ্গে জর্জ মানসির জুটিতে ভালো কিছুর আশা দেখতে থাকে সিলেট। নিজের প্রথম দুই ওভারে একটি উইকেট পেলেও শাহীন শাহ দেন ৩৩ রান। এই রানগুলো আসে জাকির-মানসি জুটিতে।
যদিও তাদের এই জুটি ভেঙে যায় কিছুক্ষণ পরই। এর আগে ২৩ বলে আসে ৪৯ রান। ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ১৩ বলে ২৮ রান করে আউট হন মানসি। এরপরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং। পরের ১৩ রানে ছয় উইকেট হারায় তারা।
শেষদিকে অবশ্য তারা একশ পার করে আরিফুল ইসলামের ব্যাটে। ১ চার ও ৩ ছক্কায় ২৯ বলে ৩৬ রান করেন তিনি। ফরচুন বরিশালের হয়ে ৪ ওভারে ১ মেডেনসহ স্রেফ ১৫ রান দিয়ে তিন উইকেট নেন রিশাদ হোসেন। তিন উইকেট পান জাহানবাদ খান।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এমএইচবি/এমএইচএম