ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের জন্য ‘অনেক সম্মান’ আছে অজি অধিনায়কের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ২০, ২০২৪
বাংলাদেশের জন্য ‘অনেক সম্মান’ আছে অজি অধিনায়কের

অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের শক্তির ব্যবধানটা অনেক। তবুও দুই দল এখন একই মঞ্চে।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ম্যাচ খেলে চারটিতে জিতেছে, সবগুলোই মিরপুরে হওয়া একই সিরিজে। ২০২১ সালে ওই সিরিজের পর বিশ্বকাপে গিয়ে হেরেছিল ৮ উইকেটে।  

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরেই এসেছে সুপার এইটে। এই পর্বে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ। তাদের জন্য সম্মানের কথাই বললেন অজি অধিনায়ক মিচেল মার্শ।

তিনি বলেন, ‘দুনিয়ার যেকোনো দল সুপার এইটে উঠেছে মানে নিশ্চয়ই তারা ভালো ক্রিকেট খেলে এসেছে। আমরা জানি এ ধরনের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল। এজন্য তাদের প্রতি আমাদের অনেক সম্মান আছে। আশা করি, আমরা আমাদের ভালো খেলাটা খেলতে পারব। ’

বাংলাদেশকে এতদূর নিয়ে এসেছে বোলাররা। কয়েকটি ম্যাচে হারের মুখ থেকে বাঁচিয়েছেন তারা। বিশেষত বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত। সবমিলিয়েও বোলাররা দারুণ করেছেন। পেসারদের জন্য খ্যাতি থাকা অজিদের তানজিম-মোস্তাফিজদের নিয়ে ভাবনা কী?

মার্শ বলেন, ‘তাদের অনেক অভিজ্ঞতা আছে। কিছু তরুণ খেলোয়াড়ও, তারা ভালো দল। যেহেতু সুপার এইটে উঠেছে, নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। এজন্য আমরা চ্যালেঞ্জ নেওয়ার দিকে তাকিয়ে আছি। ’

এই প্রশ্নের উত্তর দেওয়ার পর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের পেসাররা কি সত্যিই কোনো চ্যালেঞ্জ দিতে পারবেন ডেভিড ওয়ার্নারদের। উত্তরে মার্শ বলেন, ‘আশা করি, পারবে না। ’

বাংলাদেশ সময় : ১৫০৭ ঘণ্টা, জুন ২০, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।