ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে তিন বা চারে নামানোর পরামর্শ তামিমের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ২২, ২০২৪
সাকিবকে তিন বা চারে নামানোর পরামর্শ তামিমের

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের টপ অর্ডারের বেহাল অবস্থা। মিডল অর্ডারেও নেই ধারাবাহিকতা।

বিশেষ করে দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান সেভাবে রানের দেখা পাচ্ছেন না। পাঁচ ম্যাচের মাত্র একটিতে রান করতে পেরেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে দল জেতানো সেই ফিফটি বাদে বাকি চার ম্যাচেই হাসেনি তার ব্যাট।  

সাকিবের এমন রানখরা কাটাতে তাকে ব্যাটিং অর্ডারে আরও ওপরে তুলে আনার পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম 'ইএসক্রিকইনফো'-এর আলোচনায় বলেন, 'সে (সাকিব) বাংলাদেশের সেরা এবং সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তার মতো খেলোয়াড়কে অবশ্য বড় ম্যাচে পারফর্ম করতে হবে। এর আগে সে এটা করেছেও। '

সাকিবের উইকেটে সেট হতে সময় প্রয়োজন হতে পারে। যে কারণে তাকে ব্যাটিং অর্ডারে তিন বা চারে তুলে আনার পরামর্শ দিয়েছেন তামিম, 'ব্যাটিংয়ে যদি তার সময়ের প্রয়োজন হয়, তাহলে তাকে ব্যাটিং অর্ডারে ওপরের দিকে উঠে আসতে হবে এবং আরও বেশি ওভার খেলার সুযোগ দিতে হবে। এ মুহূর্তে বাংলাদেশ ব্যাটিংয়ে সংগ্রাম করছে। তাহলে কেন সাকিবকে তিন বা চার নম্বরে পাঠিয়ে থিতু হওয়ার সময় দেওয়া হবে না? বিশ্বের যেকোনো সেরা বোলিংয়ের বিপক্ষে পাল্টা আক্রমণ করার মতো অভিজ্ঞতা আছে তার। '

শুধু ব্যাটিং না, বোলিংয়েও সুবিধা করতে পারছেন না সাকিব। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ওভারও বোলিং করেননি তিনি। যদিও দলের কৌশলগত কারণেই হয়তো তাকে বোলিং করাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তামিমের মতে, সাকিবকে পুরো চার ওভার বোলিং করানো উচিত। তামিম বলেন, 'ক্রিজে বাঁহাতি ব্যাটার আছে নাকি ডানহাতি, সেসব ভুলে সাকিবকে চার ওভার বল করতে হবে। দলের ফাস্ট বোলিং ভালো হচ্ছে। কিন্তু সাকিব তো দলের সেরা বোলার। অনেক বছর ধরে সে এটা করে আসছে। '

ভারতের বিপক্ষে সাকিবের বোলিং কার্যকর ভূমিকা পালন করতে পারে বলেও মত তামিমের, 'ভারতীয় দলের কয়েকজন খেলোয়াড়ের বিপক্ষে সাকিব বেশ কার্যকর হতে পারে। যেমন রোহিত শর্মা ও বিরাট কোহলির কথা ভাবতে পারেন। আবার এখন ভারতের হয়ে রান পাচ্ছে যে সূর্যকুমার যাদব, তাকেও শেষ দুবারের দেখায় আউট করেছে সাকিব। অন্য প্রান্তে তাই ঋষভ পন্থ থাকলেও সাকিবকে বোলিং করানো উচিত। কারণ সাকিব দলের সেরা বোলার। '

তামিমের পরামর্শ টাইগার দলপতি শান্ত মানবেন কি না, তা দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। আজ রাতেই অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচ জিতে ভারত কাজ কিছুটা এগিয়ে রেখেছে। আজ জিতলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে তারা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।