ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘ভারতের উদযাপন দেখে লোম দাঁড়িয়ে যায়, মনে হয় কবে এরকম চ্যাম্পিয়ন হব’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
‘ভারতের উদযাপন দেখে লোম দাঁড়িয়ে যায়, মনে হয় কবে এরকম চ্যাম্পিয়ন হব’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। তবে এই অলরাউন্ডার বেশ অনেকদিন ধরেই খেলছেন জাতীয় দলে।

দেশের ক্রিকেটে এখন অবধি আসেনি বড় কোনো শিরোপা, এটা ভালোভাবেই অনুভব করেন সাইফউদ্দিন।  

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপর তাদের ‍উদযাপন নজর কেড়েছে পুরো বিশ্বের। হাজারো মানুষ রাস্তায় নেমে এসে ট্রফি নিয়ে উদযাপন করেছেন। সেটি চোখে পড়েছে সাইফউদ্দিনেরও। এরপর তার মনে হয়েছে, কবে এমন সাফল্য এনে দিতে পারবেন দেশকে।

রোববার মিরপুরে তিনি বলছিলেন, ‘ভারত অনেক উদযাপন করছে বিশ্বকাপ জেতার পর। এগুলো দেখলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমরাও মাঝেমধ্যে উপলব্ধি করি কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে দেশের মানুষের সঙ্গে এরকম উদযাপন করব। ’ 

এবারের বিশ্বকাপে সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জেতে তারা। এরপর অবশ্য সেমিফাইনালের সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারেনি। সুপার এইটের সবগুলো ম্যাচই হেরে যায় বাংলাদেশ। তাদের খেলা ভালো লেগেছে জানিয়ে সাইফউদ্দিন বলেছেন, স্বপ্ন দেখেন দেশের হয়ে বিশ্বকাপ জেতার।

তিনি বলেছেন, ‘অবশ্যই ভালো খেলছে। যদিও আরও ভালো খেললে আরও ভালো লাগতো। তারপরও ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা সমীকরণ ছিল সেমিফাইনালে উঠার। ভালো সুযোগও ছিল। হয়তো হয়নি। তারপরও আমি ওদের চেষ্টাকে এপ্রিশিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেললে তো ভালো লাগেই। ’ 
 
‘এটা (বিশ্বকাপ জেতা) আসলে চিন্তা করি। স্বপ্ন দেখি। মানুষের তো আর স্বপ্ন দেখতে দোষ নাই। আমরাও দেখি। ইন শা আল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে থাকলে। প্রতিটি খেলোয়াড়ের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইন শা আল্লাহ আমাদেরও ওই সুযোগ আসবে। ’

বাংলাদেশ সময় : ১৬০৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।