ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

হাসান বললেন, ‘ব্যর্থতার ভয়ে’ মিলছে না সাফল্য

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
হাসান বললেন, ‘ব্যর্থতার ভয়ে’ মিলছে না সাফল্য

গত এশিয়া কাপের আগে বাংলাদেশ নারী জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন হাসান তিলকারাত্নে। এখন আরও একটি এশিয়া কাপ সামনে।

এবারের টুর্নামেন্ট হবে হাসানের দেশ শ্রীলঙ্কায়। খেলতে যাওয়ার আগে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ।  

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে শেষ দুটি সিরিজে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এমনকি গড়তে পারেনি প্রতিদ্বন্দ্বীতাও। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এই সিরিজগুলোতে ভালো খেলতে না পারার কথা মেনে নিয়েছেন হাসান।  

তিনি বলেন, ‘আমাদের প্রথমে মেনে নিতে হবে, আমরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলিনি। তবে আমার সে আত্মবিশ্বাস আছে যে তাদের মধ্যে সে দক্ষতা ও সামর্থ্য আছে ভালো করার। ’ 

এরপর দলের সফল হতে না পারার কারণ বলতে গিয়ে এই লঙ্কান কোচ মনে বলেন, ‘আমি মনে করি এটা ব্যর্থতায় ভয়। আমরা সবাই জানি ওরা প্রত্যেকেই ভিন্ন জায়গা থেকে এসেছে। আমাদের ওদেরকে সাহস হবে। আমরা সম্প্রতি ভালো খেলছি না ঠিক আছে, তবে দলের সামর্থ্যে আমার আস্থা আছে। ’

গত এক বছর ধরে জাতীয় দলে খুব বেশি সিনিয়র ক্রিকেটারদের দেখা যায়নি। তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার মন্ত্র জঁপেছিল বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপের আগে আবারও ফেরানো হয়েছে জাহানারা আলম-রুমানা আহমেদদের। প্রিমিয়ার লিগে তারা পারফর্ম করেছেন, কিন্তু তবুও অভিজ্ঞতার প্রয়োজনেই কি এখন আবার তাদের কাছে ফেরা?

বাংলাদেশ দলের হেড কোচ বলেন, ‘নির্বাচকরা কিন্তু কারো দরজাই বন্ধ করেননি। ওই দুজন অভিজ্ঞ ক্রিকেটার প্রিমিয়ার লিগে খুব ভালো করেছে। এটা প্রতিযোগিতার বিষয়। ওরা যেহেতু ভালো করেছে, তাই সুযোগ পেয়েছে। ’

বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।