ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

যে কারণে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
যে কারণে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম

গত বছর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নাটকীয়ভাবে বাদ পড়েন তামিম ইকবাল। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেননি তিনি।

এ বছরের কেন্দ্রীয় চুক্তিতেও নেই এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। লম্বা সময় পর আবারও সরব হয়েছেন তিনি।  

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম। এদিনই বিসিবির অবকাঠামো দেখতে আসেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরো সময়ে তার সঙ্গী ছিলেন তামিম। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন থাকলেও মূল ভূমিকায় দেখা যায় তামিমকে।  

এ নিয়ে জানতে চাইলে বিসিবির সিইও সাংবাদিকদের বলেন, ‘(কেন তামিম এসেছিলেন) এই বিষয়টা আসলে আমি অবগত না… উনি আসছেন, উনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না। ’

এখন জোর আলোচনা চলছে বিসিবির পুনর্গঠন নিয়ে। সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক পরিচালকই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন। এখন নতুন করে কে সভাপতি হবেন, কারা বোর্ড চালাবেন; এ নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব নিয়ে ক্রীড়া উপদেষ্টা কোনো আলাপ করেননি বলে জানিয়েছেন সিইও।  

সুজন বলেন, ‘আজকে কারও সঙ্গেই নির্দিষ্ট করে কোনো আলোচনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনকে শেয়ার করেছে, একেক জনের তো একেক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোনো বিষয় নিয়ে কথা হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।