আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টটি পাকিস্তানের এককভাবে আয়োজন করার কথা থাকলেও আপত্তি তোলে ভারত।
দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
আসরে অনুষ্ঠিত হবে ১৫টি ম্যাচ। সবগুলো ম্যাচই দিবা-রাত্রির। ভারতের ম্যাচগুলোর ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামকে। শুধু তা-ই নয়, প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে সেখানে যদি ভারত থাকে। ভারত ফাইনালে উঠলে ৯ মার্চ লাহোরের পরিবর্তে দুবাইতে পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে দুবাইতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এ লড়াই বরাবরই উত্তাপ ছড়িয়েছে। যদিও আইসিসি ইভেন্টে ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আসরের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফির সূচি:
গ্রুপ 'এ': বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।
গ্রুপ 'বি': ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান-নিউজিল্যান্ড | করাচি |
২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ-ভারত | দুবাই |
২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা | করাচি |
২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | লাহোর |
২৩ ফেব্রুয়ারি | পাকিস্তান-ভারত | দুবাই |
২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ-নিউজিল্যান্ড | রাওয়ালপিন্ডি |
২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | রাওয়ালপিন্ডি |
২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান-ইংল্যান্ড | লাহোর |
২৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ-পাকিস্তান | রাওয়ালপিন্ডি |
২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | লাহোর |
১ মার্চ | দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড | করাচি |
২ মার্চ | নিউজিল্যান্ড-ভারত | দুবাই |
৪ মার্চ | প্রথম সেমিফাইনাল | দুবাই |
৫ মার্চ | দ্বিতীয় সেমিফাইনাল | লাহোর |
৯ মার্চ | ফাইনাল | লাহোর/দুবাই |
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এএইচএস