ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক ওভারে ৩৯ রান, সামোয়া ব্যাটারের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এক ওভারে ৩৯ রান, সামোয়া ব্যাটারের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে টানা ছয় ছক্কা হজম করেছেন হাতেগোনা তিনজন বোলার। তবে তারা কেউই ওভারে ৩৬ রানের বেশি দেননি।

ছয় ছক্কা ছাড়াও এক ওভারে ৩৬ রানের নজির দেখা মিলেছে আরও দুবার। কিন্তু ভানুয়াতুর বোলার নালিন নিপিকো আজ সবকিছুকেই ছাড়িয়ে গেলেন। এক ওভারে ছয় ছক্কা হজম করার পাশাপাশি মোট ৩৯ রান খরচ করেছেন ডানহাতি এই মিডিয়াম পেসার।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পূর্ব এশিয়া প্যাসিফিকের উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে আজ ভানুয়াতুর মুখোমুখি হয় সামোয়া। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে তারা। ৬১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ব্যাট হাতে ঝড় তোলেন দারিউস ভিসার। নিপিকোর সেই রেকর্ড গড়া ১৫তম ওভারে একাই ছয় ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার। যদিও টানা ছয় বলে মারতে পারেননি।

সেই ওভারে ভিসারের কাছে প্রথম তিন বলেই ছক্কা হজম করেন নিপিকো। পরের বলটি করেন নো। যদিও সেই বল থেকে ব্যাট হাতে কোনো রান আদায় করতে পারেননি ভিসার। তবে পরের বৈধ ডেলিভারিতে আবারও ছক্কা হাঁকান তিনি। পঞ্চম বল থেকে অবশ্য কোনো রান আসেনি। কিন্তু ওভারের শেষ ডেলিভারি করতে গিয়ে পরপর দুটি নো বল দেন নিপিকো। আগের মতো এবারও প্রথম নো বলে রান করতে পারেননি ভিসার কিন্তু দ্বিতীয় নো বলে ছক্কা হাঁকান। নিপিকো এরপর শেষ ডেলিভারিটি বৈধভাবে করলেও সেই ছক্কাই হজম করতে হয়েছে।  

এমন অবিশ্বাস্য কীর্তি গড়ার পর ৬২ বলে ৫ চার ও ১৪ ছক্কায় ১৩২ রানের ইনিংস খেলে থেমেছেন ভিসার। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সামোয়া পায় ১৭৪ রানের সংগ্রহ। ভিসারের পর দলের হয়ে দুই অংক ছুঁয়েছেন কেবল অধিনায়ক কালেব জাসমাত। তার ব্যাট থেকে আসে কেবল ১৬ রান।

বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বরেকর্ডেও নাম লিখিয়েছেন ভিসার। সামোয়ার মোট সংগ্রহের ৭৫.৮৬ শতাংশ রানই এসেছে তার ব্যাট থেকে। তাতে ভেঙে গেল ছয় বছর ধরে টিকে থাকা সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চের রেকর্ডটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দলের মোট সংগ্রহের ৭৫.১০ শতাংশ রান করেন তিনি। আগে ব্যাট করতে নেমে ২২৯ রান করে অজিরা। সেখানে ফিঞ্চ খেলেন ১৭২ রানের দানবীয় এক ইনিংস।

ভিসারের বিশ্বরেকর্ডের পর ঘরের মাঠ ফালিয়াতা ওভালে (দ্বিতীয়) ভানুয়াতুকে ১০ রানে হারায় সামোয়া। ৯ উইকেট হারিয়ে ১৬৪ রানের বেশি করতে পারেনি ভানুয়াতু। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে কার্যকরী থাকেন ভিসার। লেগ স্পিনে ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়ে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।  

এদিকে এক ওভারে ৩৬ রান নেওয়ার নজির আছে যুবরাজ সিং, কাইরন পোলার্ড, দীপেন্দ্র সিং ঐরী, নিকোলাস পুরান ও যৌথভাবে রোহিত শর্মা-রিংকু সিংয়ের।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।