ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবির পরিচালক হলেন ফাহিম

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
বিসিবির পরিচালক হলেন ফাহিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে হওয়া বিসিবির সভায় তাকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক করা হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে নিজেই নিশ্চিত করেছেন তিনি নিজেই।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক সরাসরি বিসিবির দায়িত্ব পান। এতদিন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি এই দায়িত্ব ছিলেন। গত সোমবার এনএসসির অনুরোধের পর পদত্যাগ করেন জালাল।  

তবে পদত্যাগ করতে রাজি হননি ববি। তাকে অবশ্য বুধবারের বোর্ড সভায় ডাকা হয়নি। এদিনের বৈঠকে উপস্থিত হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। তাদের মধ্যে থেকে ফারুককে সভাপতি, আর ফাহিমকে করা হয়েছে পরিচালক।

দীর্ঘদিন ধরেই ক্রিকেটের সঙ্গে আছেন ফাহিম। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন লম্বা সময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিভিন্ন পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতাও রয়েছে ফাহিমের। ২০২১ সালে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে নির্বাচন করেন তিনি। তবে সেবার হেরে যান ফাহিম। এর বছর তিনেকের মাথায় আবারও বোর্ডে এলেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।