ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘অনেক জায়গায় কাজ করতে হবে’, বিসিবি সভাপতি হয়ে বললেন ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
‘অনেক জায়গায় কাজ করতে হবে’, বিসিবি সভাপতি হয়ে বললেন ফারুক

এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) শেষ হয়েছে নাজমুল হাসান পাপন অধ্যায়। আজ বুধবার তার জায়গায় বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ।

এই প্রথম জাতীয় দলের সাবেক কোনো ক্রিকেটার বোর্ড সভাপতির চেয়ারে বসলেন।  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বোর্ড মিটিংয়ে ফারুককে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এরপর বিসিবির এক ভিডিওবার্তায় নিজের প্রতিক্রিয়া জানান ফারুক। ভিডিওর শুরুতে তাকে পরিচয় করিয়ে দেন বোর্ড পরিচালক মাহবুব আনাম। এরপর তার কাছে লক্ষ্য কী, এটি জানতে চাওয়া হয়।

উত্তরে ফারুক বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রধান লক্ষ্য দেশের সম্মান রক্ষা করা এবং দেশের মুখ উজ্জ্বল করা। দলটাকে একটা জায়গায় দেখতে চাই। সেক্ষেত্রে এটা তো অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখবো। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই; অনেক প্রশ্ন আছে। ’ 

‘আমার প্রধান দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে... তাহলে আমাদের কাজগুলো অনেক সহজ হবে। আমরা অন্যদিকে যেন ডাইভার্ট না হয়ে যাই। ক্রিকেট দল ও বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। ’

বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়া ফারুক দুই দফায় প্রধান নির্বাচক হিসেবে ছিলেন। কিন্তু ‘কাজের পরিবেশ’ না থাকায় দায়িত্ব ছেড়ে দেন তিনি। সরকার পরিবর্তনের পর তার সভাপতি হওয়ার ব্যাপারে আলাপ শুরু হয়।  

এর মধ্যে সোমবার এনএসসি থেকে নির্বাচিত পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেন। তার জায়গায়ই বিসিবির পরিচালক করা হয় ফারুককে। এরপর তিনি সভাপতির দায়িত্বও পেয়েছেন। বুধবার বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।