ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এখনও হাথুরুর বিদায় চান বিসিবির বর্তমান সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এখনও হাথুরুর বিদায় চান বিসিবির বর্তমান সভাপতি

প্রশ্নটা তার জন্য ছিল অবধারিত। কখন হয়, সেটিই ছিল প্রশ্ন।

দীর্ঘ সংবাদ সম্মেলনের মাঝখানে প্রশ্নটি হলো। এর মধ্যে মুখে এক চিলতে হাসি এলো ফারুক আহমেদের। একসময় প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে।  

এখন তিনি বিসিবিতে ফিরেছেন সভাপতি হয়ে। এসব নিয়ে বলতে গিয়ে এক পর্যায়ে ফারুক বললেন, ‘সম্মান নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিকও তিনি। ’ জানালেন হাথুরুসিংহেকে নিয়ে তার অবস্থানও। সভাপতি হওয়ার গুঞ্জন যখন জোরালো, তখন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ফারুক।  

ওখানে তিনি জানিয়েছিলেন, হাথুরুসিংহের বিদায় চান তিনি। এমনকি এর জন্য প্রয়োজনীয় অর্থ খরচ করতেও রাজি আছেন। দ্বিতীয়বার জাতীয় দলের কোচ করে তাকে ফেরানোকেও ‘ব্লান্ডার’ হিসেবে উল্লেখ করেন তিনি। নিজের ওই অবস্থানে অটুট আছেন বলে বুধবার বিসিবি সভাপতি হওয়ার পর সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফারুক।

তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে ভালো কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো। ’

‘এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নিবো। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো। ’

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।