ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১৫ বছর পর টেস্টে ফিরছে ‘রেস্ট ডে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
১৫ বছর পর টেস্টে ফিরছে ‘রেস্ট ডে’

গত শতাব্দীতে ছয় দিনের টেস্ট ম্যাচ দেখা গেছে নিয়মিতই। এর মধ্যে একটি দিন বিশ্রামের (রেস্ট ডে) জন্য রাখা হতো।

যদিও এখন বেশ লম্বা সময় পর পর রেস্ট ডে দেখা যায় ক্রিকেটের কুলীন সংস্করণে। তবে এবারের অপেক্ষাটা বেশ দীর্ঘই বলা যায়। ১৫ বছর পর দেখা মিলছে ছয় দিনের টেস্ট ম্যাচের।  

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। গলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৮ সেপ্টেম্বর। শুধু এই ম্যাচটিই হবে ছয় দিন পর্যন্ত। ম্যাচের চতুর্থ দিন রাখা হয়েছে রেস্ট ডে। কেননা সেদিন ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

টেস্ট ক্রিকেটে সবশেষ রেস্ট ডে দেখা গেছে ১৫ বছর আগে। ২০০৮ সালের ডিসেম্বরে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতেই। নবম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ২৯ ডিসেম্বর রেস্ট ডে রাখা হয়েছিল।

এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটিও গলে খেলবে শ্রীলঙ্কা। যা শুরু হবে ২৬ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এএইচএস  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।