ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রুটের দৃঢ়তায় ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
রুটের দৃঢ়তায় ইংল্যান্ডের জয়

লক্ষ্য খুব একটা বেশি ছিল না। তবু একটু নড়বড়েই লাগছিল ইংল্যান্ডকে।

কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন জো রুট। তার দৃঢ়তায় প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

ওল্ড ট্র্যাফোর্ডে ৬ উইকেটে ২০৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরির পরও ৩২৬ রানের বেশি এগোতে পারেনি তারা। তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে ১১৩ রানে থামেন কামিন্দু। এছাড়া দীনেশ চান্দিমাল করেন ৭৯ রান।

২০৫ রানের লক্ষ্য পেয়ে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বেন ডাকেট (১১) ও অধিনায়ক ওলি পোপ (৬) থিতু হওয়ার সুযোগ পাননি। পরে ড্যান লরেন্স (৩৪), হ্যারি ব্রুক (৩২) ও জ্যামি স্মিথকে (৩৯) সঙ্গে নিয়ে একপ্রান্ত আগলে রাখেন রুট। শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ৬২ রানে অপরাজিত থাকা এই ব্যাটার।

এর আগে প্রথম ইনিংসে ২৩৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে জ্যামি স্মিথের সেঞ্চুরিতে লিড নিয়ে ৩৫৮ রান তোলে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে লংকানরা কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় বাধা হয়ে দাঁড়ায়নি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়ার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্মিথ।

এদিকে লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৯ আগস্ট।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।