ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তামিমের বিষয়ে যা বললেন আকরাম খান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
তামিমের বিষয়ে যা বললেন আকরাম খান

সবশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকে আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি তামিম ইকবালের। প্রায় এক বছর জাতীয় দলের হয়ে না খেললেও হুট করে আলোচনায় এই ক্রিকেটার।

সম্প্রতি তাকে বিসিবিতে দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে।

এরপর থেকে আলোচনা ছড়ায়, ক্রিকেটে ফিরছেন তামিম। কিন্তু সেটা ক্রিকেটার হিসেবে নাকি সংগঠক, এ নিয়ে আলাপ রয়েছে। এ ব্যাপারে সাবেক অধিনায়ক ও তামিমের চাচা আকরাম খানের ভাবনা কী? তিনি বলছেন সিদ্ধান্তটা তামিমেরই।  

মঙ্গলবার মিরপুরে আকরাম বলেন, ‘এখনো তো সে খেলছে। এখন তো আমি চাই যে খেলোয়াড় খেলুক, ভালো খেলুক। কিন্তু তারটা তো আমি কিছু বলতে পারছি না। এটা অবশ্যই তার সিদ্ধান্ত, সে খেলবে নাকি বোর্ডে আসবে। ’

২০২৩ বিশ্বকাপের দল থেকে তামিমের বাদ পড়া নিয়ে অনেক আলোচনা হয়। এরপর বিশ্বকাপেও দল ভালো করতে পারেনি। এই ব্যর্থতার কারণ খুঁজতে এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে একটি কমিটি হয়। যদিও তাদের প্রতিবেদন সামনে আসেনি। ওই কমিটির সদস্য ছিলেন আকরাম খানও।  

এ নিয়ে প্রশ্নের জবাবে আকরাম বলেছেন, ‘আসলে যে জিনিসটা আমরা পেয়েছি, সেটা বোর্ডকে দিয়েছি। বোর্ড যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হয়েছে। ’

‘অনেকে হয়তো ধারণা করেছে তদন্ত কমিটি। সেটা না। আমাদের বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ ছিল সেটা মূল্যায়ন করতে, সেটা আমরা করেছি এবং বোর্ডকে জমা দিয়েছি। দু-একজনের নামে অভিযোগ ছিল, সেটা আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে দেওয়া আছে। ’

বাংলাদেশ সময় : ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।