ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

‘পাকিস্তানে দুর্দান্ত খেললেও ভারতে তেমনটা পারবে না বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
‘পাকিস্তানে দুর্দান্ত খেললেও ভারতে তেমনটা পারবে না বাংলাদেশ’

কয়েকদিন আগেই পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে তারা জয়লাভ করে ২-০ ব্যবধানে।

সামনে আসছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতই আধিপত্য দেখাবে বলে মনে করেন দিনেশ কার্তিক।  

পাকিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে হোয়াইটওয়াশ করা বাংলাদেশকে খুব বেশি সমস্যা হিসেবে নিচ্ছেন না ভারতীয় এই ক্রিকেটার। ক্রিকবাজকে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি তেমন কিছু মনে করছি না। ঘরের মাঠে ভারতকে হারানোটা বিশাল এক চ্যালেঞ্জ। পাকিস্তানে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। তবে এখানে এমনটা হবে না, আমার মনে হয় না ভারতের জয়ে তেমন কোনো সমস্যা করতে পারবে বাংলাদেশ। ’

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজটি। কার্তিক বলেন, এই টেস্টে পেস সহায়ক পিচে খেলবে ভারত। তার ভাষ্য, ‘আমার মনে হয় পেস সহায়ক পিচে খেলবে ভারত। বাংলাদেশকে হারানোর ভালো কৌশল জেনেই তারা এটা করবে। এছাড়া, তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রস্তুতিও নিবে। আমার মনে হয় দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তিন পেসার খেলাবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।