দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি নানা কারণে এখন অবধি বেশ আলোচিত। সাকিব আল হাসান নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছেন এই সিরিজে।
হেড কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ক্যারিবীয় গ্রেট ফিল সিমন্স। এই সিরিজ খেলতে বুধবার সকালে বাংলাদেশে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। সকাল নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে তারা।
এইডেন মার্করামের নেতৃত্বে এবার টেস্ট খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। স্পিনে তাদের ভরসার নাম হবেন কেশভ মহারাজ। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদির মতো পেসাররাও থাকছেন। চোটের কারণে অবশ্য প্রথম টেস্ট খেলা হচ্ছে না টেম্বা বাভুমার।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম