বৃষ্টিতে প্রথম দিন ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনে টস জিতে আগে ব্যাট করতে নেমে বিধ্বস্ত হয় ভারত। জবাবে নিউজিল্যান্ডের হয়ে লড়েন ডেভন কনওয়ে।
ব্যাঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ২৩১ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪০২ রানের জবাবে নেমে তারা এখনও পিছিয়ে আছে ১২৫ রানে। ৭৮ বলে ৭০ রানের ইনিংসে অপরাজিত আছেন সরফরাজ।
১৮০ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনে খেলতে নামে নিউজিল্যান্ড। দিনের শুরুতেই মোহাম্মদ সিরাজের শিকার হন ড্যারিয়েল মিচেল। ৪৯ বলে ১৮ রান করে তিনি বিদায় নেন জায়সাওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে। এরপর টম ব্লান্ডেল নেমে ৫ রানের বেশি করতে পারেননি। দ্রুত বিদায় নেন গ্লেন ফিলিপস (১৪) ও ম্যাট হেনরিও (৮)।
তবে অষ্টম উইকেটে রাচিনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন টিম সাউদি। ৮৮ বলে পঞ্চাশ স্পর্শ করা লাঞ্চের আগেই সেটিকে পরিণত করেন সেঞ্চুরিতে। পরের ফিফটি তিনি পূর্ণ করেন স্রেফ ৩৬ বলে। লাঞ্চের পর পঞ্চাশের দেখা পান সাউদিও। তার লাগে ৫৭ বল। ১৩২ বলে ১৩৭ রানের দারুণ জুটি গড়েন এই দুজন।
কিন্তু সিরাজ এই জুটিকে আর লম্বা হতে দেননি। তার বল জাদেজার হাতে ক্যাচ তুলে উইকেট হারান সাউদি। ৭৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। এরপর আজাজ প্যাটেল নেমে ৪ রান করে শিকার হন কুলদিপ যাদবের। লড়াই করতে থাকা রাচিন টেকেন শেষ পর্যন্ত। কিন্তু মারমুখি থাকা এই ব্যাটার যাদবের বল ঠিকঠাক বুঝে উঠতে পারেননি। ফলে উইকেটের পেছনে থাকা প্যান্টের বদলি হিসেবে নামা ধ্রুব জুরেলের দারুণ স্ট্যাম্পিংয়ে বিদায় হয় তার। ১৫৭ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩৪ রানের দারুণ ইনিংস খেলে নিজেদের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন রাচিন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এবার শুরুটা ভালো করেন রোহিত শর্মা ও জায়সাওয়াল। চা বিরতির আগে কোনো উইকেট হারায়নি ভারত। বিরতির পর ক্রিজে নেমে টিকতে পারেননি জায়সাওয়াল। ৫২ বলে ৩৫ রান করে ফেরেন তিনি। তবে ৫৯ বলে ফিফটি পূর্ণ করে নেন রোহিত। যদিও আর দুই রান যোগ করেই আজাজের বলে বোল্ড হন।
তৃতীয় উইকেটে জুটি গড়েন সরফরাজ ও কোহলি। দুইজনই পান পঞ্চাশের দেখা। ৪২ বল লাগে সরফরাজের। আর ৭০ বলে ফিফটি স্পর্শ করেন কোহলি। ১৬৩ বলে ১৩৬ রানের জুটি গড়েন তারা। দিনের শেষভাগে ফিলিপসের বল উইকেটের পেছনে ক্যাচ তুলে কোহলি বিদায় নিলে ভাঙে এই জুটি। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১০২ বলে ৭০ রান করে ফেরেন ভারতীয় এই ব্যাটার।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
আরইউ