ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘অগ্রহণযোগ্য’ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
‘অগ্রহণযোগ্য’ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ম্যাচের মধ্যেই অধিনায়কের ওপর ক্ষোভ প্রকাশ করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন আলজারি জোসেফ। এ কারণে যে তাকে শাস্তি পেতে হবে, তা একপ্রকার নিশ্চিতই ছিল।

এবার দুই ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হলো তাকে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে এই শাস্তির ঘোষণা দিয়েছে। সিডব্লুআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে বলেছেন, জোসেফের আচরণ বোর্ডের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তবে জোসেফ পরে অধিনায়ক শাই হোপ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন। যে কারণে তাকে লঘু শাস্তিই দেওয়া হয়েছে।

গতকাল বার্বাডোজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘটনাটি ঘটে ইংল্যান্ডে ইনিংসের চতুর্থ ওভারে। ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তুষ্ট ছিলেন জোসেফ। একপর্যায়ে হোপের সঙ্গে তর্কেও লিপ্ত হন ডানহাতি এই পেসার। সেই ওভারের চতুর্থ বলে জর্ডান কক্সকে আউট করার পর দলের সঙ্গে উদযাপন না করে উল্টো নিজের বোলিং মার্কে ফিরে যান তিনি।

ওভার শেষের পর কাউকে কিছু না জানিয়েই জোসেফ মাঠ থেকে উঠে যান। বসে পড়েন ড্রেসিংরুমে। যার ফলে বাধ্য হয়েই ১০ জন ফিল্ডার নিয়ে পঞ্চম ওভার শুরু করে ওয়েস্ট ইন্ডিজ।

ষষ্ঠ ওভারের শুরুতে জোসেফ আবার ঠিক মাঠে ফেরেন। কিন্তু ১২তম ওভারের আগপর্যন্ত বোলিংয়ে আসেননি তিনি। আবারও মাঠ ছাড়ার আগে তার বোলিংয়ে দুবার মিসফিল্ডিং হয়। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৫ রান খরচে ২ উইকেট নেন এই পেসার।  

ম্যাচ শেষে কোচ ড্যারেন স্যামি বলেন, ‘আমার ক্রিকেট মাঠে এই ধরনের ব্যবহার অগ্রহণযোগ্য। আমরা বন্ধু হয়ে থাকব... কিন্তু যে সংস্কৃতি আমি তৈরি করার চেষ্টা করছি, সেখানে এটা অগ্রহণযোগ্য। এ নিয়ে আমরা অবশ্যই কথা বলব। ’

একদিন পরেই এলো শাস্তির ঘোষণা। আগামীকাল থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে জোসেফ খেলতে পারবেন কি না তা অবশ্য সিডব্লুআই'র বিবৃতিতে নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।