ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সল্টের ঝোড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
সল্টের ঝোড়ো সেঞ্চুরিতে ইংল্যান্ডের জয়

নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে রানের পাহাড়ে চড়তে দেননি ইংল্যান্ডের বোলাররা। পরে ব্যাট হাতে ঝড় তুলে ইংলিশদের সহজ জয় পাইয়ে দেন ফিল সল্ট।

বার্বাডোজে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা। ওয়ানডে সিরিজে হতাশার পরাজয়ের পর এই জয় দিয়ে ঘুরে দাঁড়াল তারা।

আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রানের লক্ষ্য দেয় উইন্ডিজ। জবাবে ২ উইকেট হারিয়ে ১৬.৫ ওভারেই তা ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।  

জবাব দিতে নেমে ব্যাট হাতে ৫৪ বলে ১০৩ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান সল্ট। এটি টি-টোয়েন্টিতে কোনো ইংলিশ ওপেনারের তৃতীয় সেঞ্চুরি। তিনটিই আবার ১২ মাসের মধ্যে, এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।  

প্রথম ২৫ বলে ৫০ রান করেছিলেন সল্ট। তাতে ভর করে শুধু উইল জ্যাকসের (১৭) উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে ৭৩ রান করে ইংল্যান্ড। পাওয়ার প্লের পরে ডাক মারেন ইনজুরি কাটিয়ে চার মাস পর ফেরা জস বাটলার। তবে ৩৬ বলে ৫৮ রান করে সল্টকে দারুণ সঙ্গ দেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের জার্সিতে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে (২১) ফিফটির রেকর্ড গড়েন তিনি।  

এর আগে ব্যাট করতে নেমে ১৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। এমনকি ১১৭ রান পর্যন্ত যেতেই ৮ উইকেট হারায় স্বাগতিকরা। কিন্তু শেষ ৬.২ ওভারে ৬৫ রান তুলতে সক্ষম হয় তারা। এর মধ্যে ১০ নম্বরে নামা গুদাকেশ মোতি ১৪ বলে করেন ৩৩ রান।  

বল হাতে ইংল্যান্ডের সাকিব মাহমুদ ৩৪ রানে ৪টি এবং আদিল রশিদ ৩২ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ১০, নভেম্বর ১০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।