বেশ লম্বা সময় ধরেই সাকিব আল হাসানের নাম ছিল আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে। নিয়মিতই তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডারও হতেন তিনি।
কেন এমন হলো? এই প্রশ্ন থাকতে পারে অনেকের। মূলত এক বছর ওয়ানডে ফরম্যাটে ক্রিকেট খেলছেন না সাকিব। এজন্যই তাকে রাখা হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, এক বছর কোনো ক্রিকেটার একটি ফরম্যাটে না খেললে তার নাম র্যাঙ্কিং থেকে বাদ দেওয়া হয়।
কিন্তু গত বছর বিশ্বকাপের পর থেকে আর ওয়ানডে খেলেননি সাকিব। ২০২৩ সালের ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে আলোচিত ম্যাচটিতেই এই ফরম্যাটে শেষবার মাঠে নেমেছেন তিনি। এরপর থেকে আর ওয়ানডে খেলেননি।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে খেললেও সেগুলোতে ছিলেন না সাকিব। এরপর সম্প্রতি আট মাস পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এখানেও ছিলেন না তিনি।
রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর সাকিবের ফেরা দিন দিন কঠিনই হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অবসর নিতে চাইলেও পারেননি। মানসিক অবসাদে পরে আফগানিস্তান সিরিজের দল থেকেই নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব, বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন এমন।
বাংলাদেশ সময় : ২০১৭ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০২৪
এমএইচবি