ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নভেম্বরের সেরার দৌড়ে বাংলাদেশের সুপ্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
নভেম্বরের সেরার দৌড়ে বাংলাদেশের সুপ্তা

প্রায় দেড় বছরের জন্য বাংলাদেশের ওয়ানডে দলের বাইরে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজে প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙিয়েছেন তিনি।

যার ফলে আইসিসি নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

সেরার দৌড়ে সুপ্তার প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানি ওয়েট-হজ। এদিকে পুরুষ বিভাগে মনোনীত হয়েছেন পাকিস্তানের হারিস রউফ, ভারতের জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।

আয়ারল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে ৬৯.৫০ গড় ৯১.৪৪ স্ট্রাইকরেটে ১৩৯ রান করেছেন সুপ্তা। প্রথম ম্যাচে ৪ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। তার ৯৬ রানে ভর করে রেকর্ড ২৫২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে  ৪৩ রান করেন তিনি।

তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে দাপট দেখান সুপ্তা। কিন্তু ম্যাচটি অনুষ্ঠিত হয় ২ ডিসেম্বর। তাই তার ৭২ রানের ইনিংসটি বিচারের বাইরে থাকবে।

একই মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ৭১ গড় ও ১৬৩.২১ স্ট্রাইকরেটে ১৪২ রান করেন ড্যানি ওয়েট। একই সিরিজে ৮০ রান ও ৪ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন ডি ক্লার্কও। যদিও ইংল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে তার দল।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।