ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত ইংল্যান্ডের

জো রুটের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের বিধ্বংসী পারফরম্যান্সের সুবাদে দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ৩২৩ রানে হারিয়েছে তারা।

 

৫৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। টম ব্লান্ডেল কিছুটা প্রতিরোধ দেখিয়েছিলেন বটে। কিন্তু তার সেঞ্চুরির পরও ২৮০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।  

তৃতীয় দিনে ৭৩ রানে অপরাজিত থেকে ব্যাটিং শুরু করেন রুট। দিনের শুরুতেই তিনি তার ৩৬তম সেঞ্চুরি তুলে নেন। রুটের এই সেঞ্চুরি আসে ১২৭ বলে, রিভার্স র‍্যাম্প শটে উইকেটকিপারের উপর দিয়ে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। স্টোকসের সঙ্গে ১০০ রানের জুটি জমা করার পর ফিরে যান ডানহাতি এই ব্যাটার। ১৩০ বলে ১১ চারে ১০৬ রান করেন তিনি।  

ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৪২৭ রান নিয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল হতাশাজনক। ওপেনার ক্রিস ওকসের লেংথ ডেলিভারিতে শূন্য রানে বোল্ড হয়ে ফিরে যান ডেভন কনওয়ে। কেইন উইলিয়ামসনও ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে ওকসের শিকার হন। এরপর ব্রাইডন কার্স তার প্রথম ওভারেই টম ল্যাথামকে আউট করেন।

লাঞ্চের আগে ড্যারিল মিচেল ও রচিন রবীন্দ্র কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্রাইডন কার্স তা হতে দেননি। তার শিকার হয়ে ফিরে যান রাচিন। প্রথম সেশনের পর দলের হাল ধরেন মিচেল ও ব্লান্ডেল।

ব্লান্ডেল তার সেঞ্চুরি পূর্ণ করেন ১৪৪ বলে। তবে তার ইনিংস শেষ হয় বেন ডাকেটের অসাধারণ এক ক্যাচে। শোয়েব বশিরের বলে প্রথম স্লিপ থেকে দৌড়ে গিয়ে ডাকেট ক্যাচটি ধরেন। ১০২ বলে ১৩ চার ও ৫ ছক্কায় থামে ১১৫ রানে থামেন ব্লান্ডেল।

এরপর শেষ সেশনে নিউজিল্যান্ডের শেষ তিন উইকেট তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস । ম্যাট হেনরি, নাথান স্মিথ (৪২) ও টিম সাউদি তার শর্ট বলের ফাঁদে পড়ে আউট হন।  

এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড সিরিজটি ২-০ ব্যবধানে নিশ্চিত করে। আগামী ১৫ ডিসেম্বর শেষ টেস্টে হ্যামিল্টনে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।