নেতৃত্বের দৌড়ে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে মেহেদী হাসান মিরাজের নাম। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে নাজমুল হোসেন শান্তর চোট তাকে নিয়ে আসে সামনের সারিতে।
এবার মিরাজকে নেতৃত্ব দিতে হবে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতেও। ভারপ্রাপ্ত হলেও অধিনায়কত্বের দায়িত্ব বেশ উপভোগ করছেন মিরাজ। রোববার সকালে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি কথা বলেছেন অধিনায়ক হিসেবে তার দায়িত্ব নিয়েও।
তিনি বলেন, ‘পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ আর দলের প্রতিটা খেলোয়াড়ের ভালো খেলা গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে আমার চাওয়া থাকবে সমর্থন করা, বুস্ট আপ করা এবং খেলোয়াড়দের কীভাবে পারফর্ম করানো যায় সেভাবে সতীর্থদের সঙ্গে কথা বলা। আর নিজেও দিনশেষে পারফর্ম করা। সবমিলিয়ে আমার যে জিনিসটা থাকবে চেষ্টা করবো সবাইকে ইতিবাচকভাবে চিন্তা করানোর জন্য কীভাবে ভালো খেলা যায়। ’
‘ব্যাটারদের স্টেপ আপ করতে হবে। ক্রিকেট খেলাটাই অল এবাউট রান। আপনি রান যখন করবেন, বোলারদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের দলের মধ্যে এটাই পরিকল্পনা করছি, ব্যাটাররা কীভাবে রান করতে পারি; বড় ইনিংস খেলতে পারি। উইকেটটা দেখেছি, খুব ভালো উইকেট। আমরা ওভাবে পরিকল্পনা করবো। কীভাবে খেললে ভালো হবে আমাদের দলের জন্য ওটা চেষ্টা করবো। ’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সময়ে একরকম অপ্রতিরোধ্য হয়ে গেছে বাংলাদেশ। টানা ১১ ম্যাচে তাদের বিপক্ষে হারেনি তারা। সবশেষ ২০১৮ সালে মিরপুরে হেরেছিল বাংলাদেশ। সবমিলিয়ে ৪৪ ম্যাচের ২১টিতে জিতেছে বাংলাদেশ। ওই স্মৃতি মনে আছে মিরাজেরও।
তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে এর আগে আমরা যখন সিরিজ খেলতে এসেছি ওডিআই; বেশির ভাগ ম্যাচ জিতেছি, সিরিজগুলো জিতেছি। শেষ যখন ‘২২ সালে এসেছিলাম, তখনও সিরিজ জিতেছি ওডিআই। ‘১৮ সালে যখন এসেছি, এই মাঠেই শেষ ম্যাচটা খেলেছিলাম এবং ওই ম্যাচটা জিতেছিলাম প্রায় ৩০০ প্লাস রান করেছিলাম। আমরা সিরিজ জিতেছিলাম। কারণ আমরা একটা জিতেছিলাম, ওয়েস্ট ইন্ডিজ একটা জিতেছিল। ’
‘আমি যেটা মনে করি অবশ্যই আমাদের দলের ভেতর এটা চ্যালেঞ্জিং। কারণ অনেক খেলোয়াড় নেই, অনেক খেলোয়াড় ইনজুরিতে আছে। আরেকটা জিনিস যারা খেলোয়াড় আছে তাদের জন্য সুযোগ, আশা করি যারা সুযোগ পাবে তারা যেন স্মরণীয় করে রাখতে পারে। ’
বাংলাদেশ সময় : ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর৮,২০২৪
এমএইচবি