ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
বসুন্ধরা সিটিতে প্রদর্শিত হলো চ্যাম্পিয়নস ট্রফি ছবি: জিএম মুজিবুর

চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ চারদিক থেকেই। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এই আয়োজন ঘিরে ছিল দর্শনার্থীদের ভিড়।

বৃহস্পতিবার সকাল থেকেই তারা এসে কেউ ছবি তুলে, কেউবা সেলফিতে ট্রফির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রেখেছেন।  

ট্রফি ছাড়াও এদিন দুটি মাসকট ছিল। সেগুলোর সঙ্গে ছবি তোলেন দর্শকরা। তাদের জন্য আলাদা করে ছিল গেমিং জোন। তাতে জিততে পারলে দেওয়া হয় পুরস্কারও।  

ট্রফি দেখে উচ্ছ্বসিত এক দর্শনার্থী বলেন, ‘আশা করি, বাংলাদেশ একদিন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আসবে। আমাদের সামনে ক্রিকেটাররা ট্রফি নিয়ে ঘুরবে। ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দেওয়া হবে। ’

এর আগে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। জনসাধারণ হুমড়ি খেয়ে পড়েছিল বিশ্বকাপ ট্রফিটি দেখতে। বিশ্বকাপ ফুটবলের ট্রফিও প্রদর্শিত হয়েছিল বসুন্ধরা সিটিতে।

এবার এলো চ্যাম্পিয়নস ট্রফি। ১১ ডিসেম্বর বাংলাদেশে আসে ট্রফিটি। গতকাল কক্সবাজারের লাবনী পয়েন্টে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়। ১৩ ডিসেম্বর ট্রফি থাকবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। যদিও ভেন্যু নিয়ে সংশয় কাটেনি। পাকিস্তানেই হবে নাকি হাইব্রিড মডেলে তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।  

বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।