ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নতুন মুখ কার্টি

স্পোর্টস  ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নতুন মুখ কার্টি

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে অল্পের জন্য সেঞ্চুরি পাননি কেসি কার্টি৷ ৫ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। কিন্তু দিনশেষে তিনি খুশিই হবেন কিছুটা।

কেননা প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ডানহাতি এই ব্যাটার৷।  

রোভম্যান পাওয়েলের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই সিরিজ পর দলে ফেরানো হয়েছে ওপেনার জনসন চার্লসকে।

সেন্ট ভিনসেন্টে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলতে যাবেন শেই হোপ ও শেরফান রাদারফোর্ড। তাই টি-টোয়েন্টি সিরিজে তাদের পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। একই কারণে শেষ ম্যাচে খেলা হবে না আকিল হোসেনের।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেইডেন সিলস(শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

বাংলাদেশ সময়:
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।