ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাইমের ৯৮ রান ছাপিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দ.আফ্রিকাকে জেতালেন হেনড্রিকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
সাইমের ৯৮ রান ছাপিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে দ.আফ্রিকাকে জেতালেন হেনড্রিকস

সেঞ্চুরি না পেলেও ৯৮ রানে অপরাজিত থাকা সাইম আইয়ুব পাকিস্তানকে এনে দেন বড় সংগ্রহ। সেই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে আলো ছড়ান রিজা হেনড্রিকস।

তুলে নেন সেঞ্চুরি। সঙ্গে রাসি ফন ডার ডাসেনের ফিফটি ছাড়ানো ইনিংসে জয় পায় দক্ষিণ আফ্রিকা।  

তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে সেঞ্চুরিয়নে ৭ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে তারা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে পাকিস্তান। এই রান ৩ বল হাতে রেখে তাড়া করে ফেলে প্রোটিয়ারা।  

আগে ব্যাট করতে নামা পাকিস্তান শুরুটা করে ধীরগতির। এর মধ্যে মোহাম্মদ রিজওয়ান ফেরেন ১১ রানে। পরে সাইমকে সঙ্গ দেন বাবর আজম। তবে তাদের ৪৫ বলে ৮৭ রানের জুটিটি ভেঙে দেন জর্জ লিন্ডে। ২০ বলে ৩১ রান করে ফেরেন বাবর। চারে ও পাঁচে নামা উসমান খান ও তৈয়ব তাহির দ্রুত বিদায় নিলে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।  

সেখান থেকে দলকে রক্ষা করেন সাইম ও ইরফান। ৩২ বলে তারা গড়েন ৭৩ রানের জুটি। ১৬ বলে ৩০ রান করে ইরফান ফিরলে ভাঙে এই জুটি। শেষদিকে আব্বাস অপরাজিত থাকেন ১১ রানে। আর ৫৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থাকেন সাইম।  

রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই রায়ান রিকেলটনকে হারায়ি দক্ষিণ আফ্রিকা। দ্রুত বিদায় নেন ম্যাথু ব্রিটস্কিও। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়েন হেনড্রিকস ও ফন ডার ডাসেন। ৮৩ বলে ১৫৭ রান যোগ করে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।  

শেষদিকে সেঞ্চুরি হাঁকানো হেনড্রিকস বিদায় নিলেও ফন ডার ডাসেন বাকি কাজটা করে দেন। ৬৩ বলে হেনড্রিকসের ১১৭ রানের ইনিংসটি সাজানে ছিল ৭ চার ও ১০ ছক্কায়। ৩৮ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন ফন ডার ডাসেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।