ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গ্যাবায় বৃষ্টির দাপট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
গ্যাবায় বৃষ্টির দাপট

বৃষ্টির দাপটে গ্যাবা টেস্টে মাঠে গড়াল কেবল ১৩.২ ওভারই। মেঘলা আবহাওয়ার পাশাপাশি পিচ ছিল ঘাসে ভরপুর।

তাই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

কিন্তু দিনের শুরুতে অতোটা সুইং বা সিমের দেখা মেলেনি। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ কিংবা আকাশ দীপ কেউই উইকেট তুলে নিতে পারেননি। যার ফলে বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। ন্যাথান ম্যাকসুয়েনি ৪ ও উসমান খাজা অপরাজিত আছেন ১৯ রানে।

ম্যাচের প্রথমবারের মতো বৃষ্টি আঘাত হানে ৫.৩ ওভারের সময়। তবে আধা ঘণ্টা পর আবারও শুরু হয় খেলা। কিন্তু ১৪তম ওভারের দ্বিতীয় বলের পর আবারও মাঠকর্মীদের পিচ ঢাকতে বলেন আম্পায়াররা। এরপর আর কোনোভাবেই একটি বলও মাঠে গড়ানো যায়নি।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট এটি। পার্থে ভারত জিতলেও অ্যাডিলেডে দাপুটে জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। গ্যাবায় একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তারা। স্কট বোল্যান্ডের পরিবর্তে খেলছেন জশ হ্যাজেলউড। অন্যদিকে ভারতের একাদশে হারশিত রানা ও রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় নেওয়া হয়েছে আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজাকে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।