ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি দলে নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
টি-টোয়েন্টি দলে নাহিদ রানা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন করে নাহিদ রানাকে যুক্ত করেছে বাংলাদেশ। ২২ বছর বয়সী এই পেসারের এখন পর্যন্ত টি-টোয়েন্টি অভিষেক হয়নি।

তবে ৬টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে ফেলেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় এবার ক্যারিবিয়ান দ্বীপে অভিষেক হতেও পারে তার।

সেন্ট ভিনসেন্টে আগামী সোমবার ভোরে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর।  

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।