ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইমনের তিন উইকেটে জিতেছে ঢাকা, সাদমানের ফিফটিতে জিতলো মেট্রো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
ইমনের তিন উইকেটে জিতেছে ঢাকা, সাদমানের ফিফটিতে জিতলো মেট্রো

ইকবাল হোসেন ইমন পেলেন তিন উইকেট, তাতে অল্পতে আটকে যায় রাজশাহী। পরে রান তাড়ায় নেমে ঢাকার হয়ে হাফ সেঞ্চুরি করেন জাওয়াদ আবরার।

জিতলো তার দলও। সাদমান ইসলামের ফিফটিতে জিতেছে ঢাকা মেট্রো।  

একাডেমি মাঠে রাজশাহীকে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ। শুরুতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বল ব্যাট করে ১৪০ রানে সব উইকেট হারায় রাজশাহী। ওই রান ১৫ ওভার ১ বলে তাড়া করে ফেলে ঢাকা।  

৪ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৭ রান করেন তাওহীদ হৃদয়। ১৯ বলে ৩২ রান আসে সাব্বির হোসেনের ব্যাটে। ৪ ওভারে ২৬ রান দিয়ে ঢাকার হয়ে তিন উইকেট নেন ইকবাল হোসেন ইমন। দুই উইকেট করে পান নাজমুল ইসলাম অপু ও সুমন খান।

রান তাড়ায় নেমে ঢাকার হয়ে হাফ সেঞ্চুরি করেন জাওয়াদ আবরার। ৬ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬২ রান করেন তিনি। ২৩ বলে ৩৩ রান আসে রনি তালুকদারের ব্যাটে।

মূল মাঠে রংপুরের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ঢাকা মেট্টো। শুরুতে ব্যাট করে ১৯ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১২৫ রানে অলআউট হয় রংপুর। পরে ১৫ ওভার ৩ বলেই লক্ষ্য তাড়া করে মেট্রো।  

রংপুরের হয়ে ২৩ বলে ৪৭ রান করে আলাউদ্দিন বাবু। ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন এনামুল হক। ঢাকা মেট্রোর হয়ে তিন উইকেট করে নেন আলিস আল ইসলাম ও আবু হায়দার রনি।

রান তাড়ায় নেমে মেট্রোর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন সাদমান ইসলাম। ৩০ বলে ২৯ রান করেন আনিসুল ইসলাম। ২ ওভারে ৩ বল হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে দুই উইকেট নেন বাবু।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।