ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের মেয়েদের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
ভারতের কাছে লজ্জার হার বাংলাদেশের মেয়েদের

ব্যাটাররা এনে দিতে পারেননি ভালো সংগ্রহ। শেষদিকে হাবিবা ইসলামের ছোট্ট ঝড়ো ইনিংসে কিছুটা লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

রান তাড়ায় নামা ভারতকে শুরুতে ধাক্কা দিতে পারলেও পরে আর পেরে ওঠেনি তারা।  

বৃহস্পতিবার কুয়ালালামপুরে যুব এশিয়া কাপে বাংলাদেশ নারী দলকে ৮ উইকেটে হারিয়েছে ভারত নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশের মেয়েরা। পরে ওই রান তাড়ায় নেমে ১২ ওভার ১ বলেই জয় পেয়েছে ভারত। আগামীকাল সুপার ফোরের আরেক ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। ২৭ রানের উদ্বোধনী জুটি পায় তারা। ১৪ বলে ১০ রান করে ফাহমিদা ছোঁয়া ও ১৯ বলে ১৪ রান করে মোসাম্মৎ ইভা আউট হন। এরপরই রীতিমতো ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে।  

পরের ছয় ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তবে বাংলাদেশকে অলআউট হতে দেননি নিশিতা আক্তার নিশি ও ফারজানা ইয়াসমি। ১৭ বলে ১০ রান করে নিশি অবশ্য ক্যাচ তুলে দেন মিথিলার বলে। তবে ২২ বলে ৮ রানে অপরাজিত থাকেন ফারজানা। শেষদিকে ৪ বলে ১১ রান করেন হাবিব ইসলাম। ৪ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নেন আয়ুশী শুক্লা।  

রান তাড়ায় নামা ভারতকে শুরুতে ধাক্কা দিতে পেরেছিল বাংলাদেশের মেয়েরাও। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ৪ বলে শূন্য রান করা কামিলিনিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন আনিশা আক্তার সোবা। পাওয়ার প্লের ভেতরই আরও একটি উইকেট নেয় তারা।  

৯ বলে ১ রান করা সানিকা চালকেকে আউট করেন সোবা। কিন্তু এরপরই বড় জুটি গড়েন গুঙ্গাডি তৃষা। ৪৬ বলে তাদের ৬৪ রানের জুটি আর ভাঙতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৪৫ বলে ১০ চারে ৫৮ রানে অপরাজিত থাকেন তৃষা। ১৫ বলে ২২ রানে অপরাজিত থাকেন নিকি প্রসাধ।  

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।